নারায়ণগঞ্জে লাশ গুম ও ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যা মামলার জেল পলাতক আসামি অটোরিকশা ছিনতাই করে চালককে খুন করে নদীতে লাশ গুম চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ নৌ-পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল মাবুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৬ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের সাইলো ঘাটে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। গণমাধ্যমে দেখে মরদেহটি পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবার গত ৫ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
নৌ-পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, হত্যা মামলার মূল রহস্য উদঘাটন এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও আসামি গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন স্থানে অভিযান হত্যার সাথে জড়িত লিয়ন, বোরহান ইমরান ওরফে পিচ্ছি, শাওন বেপারী, পারভীন বেগম, শাহীন মোল্লা, মোহাম্মদ আলী ও মো. আল আমিন সর্দার সহ সাতজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা, মোবাইল ফোন, চেতনানাশক ওষুধ নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
No comments