Adsterra

জেনে নিন বিদ্যুৎ বিল কমানোর উপায়

জেনে নিন বিদ্যুৎ বিল কমানোর উপায়, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চলে এসেছে গরমের সময়। তীব্র গরমে অনেকের বাসায় সারা দিন ফ্যান, এসি চলে। বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে রেফ্রিজারেটরও আছে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে অনেকেই অবাক হন। কিছু সাধারণ নিয়ম মেনে চললে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন যন্ত্র বেশি বিদ্যুৎ খরচ করে এবং কীভাবে সেই খরচ কমানো যায়।

এয়ারকন্ডিশনার (এসি)

এসি দীর্ঘ সময় চালানোর ফলে অনেক বিদ্যুৎ খরচ হয়। তবে কিছু নিয়ম মেনে চললে খরচ কমানো সম্ভব।

যেভাবে খরচ কমাবেন:

ইনভার্টার এসি ব্যবহার করুন, এটি বিদ্যুৎ-সাশ্রয়ী।

প্রতি বছর এসির রক্ষণাবেক্ষণে যন্ত্রপাতি পরীক্ষা করুন।

ঘরের বাইরে থেকে বাতাস প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করুন।

অপ্রয়োজনীয় জিনিস এসির ঘরে না রাখার চেষ্টা করুন। কারণ সেগুলো ঠান্ডা হতে গিয়ে বিদ্যুৎ খরচ বেশি হবে।

এসি চালানোর পর কিছুক্ষণ ফ্যান চালিয়ে নিন, এতে বাতাস দ্রুত ছড়িয়ে পড়বে। ফলে ঘর দ্রুত ঠান্ডা হবে।

ওয়াটার হিটার

শীতকালে এটি সারাদিন পানি গরম রাখার জন্য বিদ্যুৎ খরচ করে।

যেভাবে খরচ কমাবেন:

থার্মোস্ট্যাট ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াসে রাখুন।

কম পানির প্রবাহে ব্যবহার করুন।

ভালো মানের ওয়াটার হিটার কিনুন।

পাইপের লিকেজ থাকলে মেরামত করুন।

ওয়াশিং মেশিন

প্রতিদিন কাপড় ধোয়ার জন্য অনেক বিদ্যুৎ খরচ হয়।

যেভাবে খরচ কমাবেন:

একবারে বেশি কাপড় ধুতে চেষ্টা করুন।

গরম পানির পরিবর্তে ঠান্ডা পানি ব্যবহার করুন।

সূর্যের আলোতে কাপড় শুকানোর অভ্যাস করুন।

উচ্চ দক্ষতাসম্পন্ন মডেলের ওয়াশিং মেশিন কিনুন।

নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন।

রেফ্রিজারেটর

এটি ২৪ ঘণ্টা চলার কারণে বিদ্যুৎ খরচ হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

যেভাবে খরচ কমাবেন:

নতুন প্রযুক্তির বিদ্যুৎ-সাশ্রয়ী ফ্রিজ ব্যবহার করুন।

ডিপ ফ্রিজে জমা বরফ নিয়মিত পরিষ্কার করুন।

অপ্রয়োজনীয় সময় ফ্রিজের দরজা খোলা রাখবেন না।

ফ্রিজের তাপমাত্রা সঠিকভাবে সেট করুন।

অতিরিক্ত খাবার সংরক্ষণ এড়িয়ে চলুন।

ইলেকট্রিক ওভেন

খাবার গরম করতে এটি প্রচুর বিদ্যুৎ খরচ করে।

যেভাবে খরচ কমাবেন:

প্রয়োজনে গ্যাসের চুলা ব্যবহার করুন।

একসঙ্গে একাধিক খাবার গরম করুন।

ওভেন বন্ধ করার পর কিছুক্ষণ খাবার ভিতরে রাখুন।

সঠিক তাপমাত্রায় খাবার গরম করুন।

ইনভার্টার প্রযুক্তির ওভেন ব্যবহার করুন।

উপরোক্ত নিয়মগুলো মেনে চললে সহজেই বিদ্যুৎ খরচ কমানো সম্ভব।

No comments

Powered by Blogger.