Adsterra

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ারের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ারের, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh ne

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেনের (৩৫)।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও বেলকুচি উপজেলা ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলমের মেয়ের জামাতা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার শামীম শ্বশুর বাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় গিয়েছিলেন। কাজ শেষে মটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments

Powered by Blogger.