আখাউড়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি
রাজধানীর তিতুমীর কলেজের আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করে রাখায় বিকেলে বন্ধ হয়ে যাওয়া রেল যোগাযোগ রাত সাড়ে নয়টা পর্যন্ত সচল হয়নি, ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র ভোগান্তিতে পড়ে রেলপথে যাতায়াত করা যাত্রীরা।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ও তিতাস কমিউটার রাত সাড়ে ৯টা এবং চট্রগ্রামঘামী মহানগর এক্সপ্রেস ট্রেন রাত ১২টায় আখাউড়া রেলস্টেশনে থাকার কথা কিন্তু যথাসময়ে ছেড়ে না আসাই ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। এতে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট নূর নবী জানান, তিতুমীর কলেজের আন্দোলনকারীরা মহাখালীতে রেলপথ অবরোধ করে রাখায় বিকেলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল যার ফলে শিডিউল বিপর্যয় ঘটে।
No comments