নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির রঘুনাথপুর সীমান্তের ওপারে ভারতে নিহত মো.বারিকুলের (৩৬) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সোনামসজিদ সীমান্তের শুন্যরেখায় মরদেহ হস্তান্তর হয়। এ সময় বিএসএফ-বিজিবি, দুদেশের পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বারিকুল ইউপির নামো জগন্নাথপুর গ্রামের সেতাউর রহমানের ছেলে।
পরিবারের সদস্যদের অভিযোগ, বিএসএফের নির্যাতনে গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে বারিকুলের মৃত্যু হয়েছিল। তাদের দাবি পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন বারিকুল। মরদেহ ভারতের সুতি থানার একটি হাসপাতালের মর্গে ছিল। আইনি প্রক্রিয়া শেষে ফেরত দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির-উজ-জামান বলেন, কিভাবে কার হাতে বারিকুল নিহত হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই। তবে ভারত সীমান্তের দুই কিলোমিটার ভেতরে তার লাশ পাওয়া যায়। বিএসএফের কাছে আমরা সে সময় প্রতিবাদ জানিয়ে ছিলাম।
No comments