কৃষি জমিতে কাজ না করায় বকাঝকা, শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা
কৃষি জমিতে কাজ না করায় বকাঝকা ও মারধর জেরে হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামে এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই শিক্ষার্থী।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার রায়পুরের পরুয়াপাড়াস্থ ‘মাদরাসা আরবিয়া খাইরিয়া’-তে বিষপান করেন ফোরকান। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক মাদরাসা আরবিয়া খাইরিয়ার শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম (৩২)। তার বাড়ি কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলায় বলে জানা গেছে। অন্যদিকে মারা যাওয়া শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ফোরকান বাঁশখালী সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। তিনি গত দুই বছর ধরে মাদরাসাটিতে শর্টকোর্স বিভাগের ছাত্র বলে জানা যায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় মাদরাসায় কৃষি জমিতে কাজ না করায় শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ফোরকানকে বকাঝকা ও একপর্যায়ে মারধর করে শিক্ষক রফিকুল ইসলাম। এ সময় শিক্ষার্থী ফোরকান কৃষি জমির জন্য আনা কীটনাশক পান করেন। মাদরাসার শিক্ষকরা তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে শিক্ষার্থীর পরিবার চমেক হাসপাতালে নিয়ে যায় ফোরকানকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
No comments