যেভাবে কাটলো ক্রীড়াঙ্গনের তারকাদের ভালোবাসা দিবস
সারা বিশ্বে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) উদযাপিত হয়েছে ভালোবাসা দিবস। সকল শ্রেণির মানুষের মতো ব্যস্ততার মাঝে প্রিয় মানুষের সঙ্গে ভালো দিবস উদযাপন করেছেন ক্রীড়াঙ্গনের তারকারা।
আসুন এক নজরে দেখে নিই ক্রীড়াঙ্গনের তারকাদের ভালোবাসা দিবস কেমন কাটলো
রোনালদো
ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত যুগল হলো ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা। ভালোবাসা দিবসে নিজেদের পুরোনো একটি ছবি পোস্ট করেছেন তারা। ইনস্টাগ্রাম রোনালদো লিখেছেন, ‘আমার একমাত্র ভ্যালেন্টাইন, সব সময়।’
লিওনেল মেসি
ক্রীড়াঙ্গনের আরেক আলোচিত যুগল হলো লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জো। নিজেদের ছবি না দিয়ে সরাসরি ফুলের ছবি দিয়েই ভালোবাসা দিবস স্মরণ করেছেন রোকুজ্জো।
ডি মারিয়া
এদিকে ১৪ ফেব্রুয়ারি আনহেল দি মারিয়ার জন্মদিন। এই দিনেই ভালোবাসা দিবস। আর্জেন্টাইন তারকা স্ত্রীর সঙ্গে তোলা ছবিটি দিয়ে লিখেছেন, ‘প্রতিদিনের ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ।’
ক্যাসেমিরো
ফুটবল বিশ্ব আরেক পরিচিত নাম ক্যাসেমিরো। স্ত্রীর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার আজীবনের প্রেমিকা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভ ইমোজি। মজার বিষয় হচ্ছে, ব্রাজিলিয়ান মিডফিল্ডারের এই পোস্টে প্রেমিকা আনা মারিয়ানা রিপ্লাই দিয়েছেন চারটি লাভ ইমোজি। সঙ্গে লিখেছেন ‘আজীবন তোমায় ভালোবাসি।’
এনদ্রিক
বয়সটা ১৯ হলেও ভালোবাসা দিবস উদযাপন করতে বাদ যাননি এনদ্রিক। তরুণ এই ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছেন প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্ডা। সঙ্গে ভালোবাসার বার্তা তো আছেই।
সার্জিও রামোস
পিলার রুবিওকে নিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘তোমার ভ্যালেন্টাইন তো সারা বছরই। তবু আমরা সেটা উদযাপন করি।’
সূর্যকুমার যাদব
ফুটবলারদের পাশাপাশি ১৪ ফেব্রুয়ারি দিনটাকে উদযাপন করেছেন ক্রিকেটারও। সেই তালিকায় রয়েছেন ভারতের মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। ইনস্টাগ্রামে স্ত্রীর ছবি দিয়ে করা পোস্টে তিনি লিখেছেন, জীবনের সেরা প্রাপ্তি এই মানুষটি।
ডেভিড মিলার
গত বছর বিপিএলের বরিশালকে শিরোপা জিতিয়েই বিয়ের পিড়িতে বসেছিলেন প্রোটিয়া তারকা ডেভিড মিলার। ভালোবাসা দিবসে স্ত্রী কামিল্লা মিলারে সঙ্গে একটি ছবি পোস্ট করে মিলার লিখেছেন, ভালোবাসার দিবসের শুভেচ্ছা আমার জীবন।
ডেভিড ওয়ার্নার
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ওয়ার্নারও প্রিয় মানুষের সঙ্গে ভালোবাসা দিবস উদযাপন করেছেন। স্ত্রী ক্যান্ডি ওয়ার্নারের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি তোমাকে ভালোবাসি।
No comments