Adsterra

রাবিতে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২০ ফেব্রুয়ারি

রাবিতে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২০ ফেব্রুয়ারি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangl

সমতা, টেকসই শান্তি ও সার্বজনীন ন্যায়ের লক্ষ্যে প্রযুক্তিগত রূপান্তরের মাধ্যমে আন্তঃদেশীয় ঐক্যের উন্নয়ন প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (আরইউমুনা) আয়োজনে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০২৫। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের প্রকৃতি ও নিয়মতন্ত্রের আদলে পরিচালিত হবে সম্মেলনটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিসিডিস গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরইউমুনার উপদেষ্টা এবং রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম বলেন, ২০ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাবির শহীদ সুখরঞ্জন সমাদ্দার স্টুডেন্টস-টিচার্স কালচারাল সেন্টারে (টিএসসিসি) সম্মেলনের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।

তিনি আরও বলেন, এবারের আসরে সর্বমোট ৯টি কমিটি পরিচালিত হবে। কমিটিগুলো হলো- জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো), আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ), জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল (আইপিসিসি)), জাতিসংঘের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কমিশন (ইউএনসিএসটিডি), গ্রুপ অফ টুয়েন্টি (জি-২০) বাংলাদেশ বিষয়ক বিশেষায়িত কমিটি (এসসিবিএ) এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপি)। প্রত্যেক কমিটির আলোচ্য বিষয় নির্ধারিত হয়েছে সম্মেলনের মূল প্রতিপাদ্যের সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে। ফলে প্রতিনিধিরা সমসাময়িক বিশ্ব প্রেক্ষাপট ও সম্পর্কের অনুষঙ্গে গঠনমূলকভাবে শান্তি, সমতা ও ন্যায়ের বিষয়ে সচেতন এবং উদ্দীপ্ত হতে পারবে।

অংশগ্রহণকারীদের বিষয়ে তিনি বলেন, এই সম্মেলনে বাংলাদেশের সামগ্রিক পরিমণ্ডলের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল এবং কলেজ থেকে প্রায় ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০০ এর অধিক শিক্ষার্থী এবং বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীরাও প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে। আমাদের সম্মেলনের কমিটিগুলো পরিচালনা করতে উপস্থিত থাকবেন ৩০ জন নির্বাহী বিচারক বোর্ডের সদস্য। এই সম্মেলনটি পরিচালনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার ৫০ জনের অধিক সদস্য সেক্রেটারিয়েট হিসেবে থাকবেন।

সমাপনী অনুষ্ঠানের বিষয়ে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং চতুর্থ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত কমিটিগুলো পরিচালনা করা হবে। সমাপনী অধিবেশন হবে বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। যেখানে প্রত্যেক কমিটিতে উত্তীর্ণ ও বিজয়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে এবং প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিনিধি ও শিক্ষার্থীদের জন্য থাকবে অংশগ্রহণমূলক স্বীকৃতি হিসেবে সনদ ও অন্যান্য শিক্ষামূলক সামগ্রী।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা, ফরিদ উদ্দীন খান। 

এছাড়া, সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আরইউমুনার প্রধান উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক অফিসের পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম। 

No comments

Powered by Blogger.