রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেলে শ্রমিকের
রাজধানীর খিলগাঁওয়ে রাস্তায় কাজ করার সময় বাসের ধাক্কায় মো. জাহিদ (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নন্দীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা বেলা পৌনে ১১টায় মৃত ঘোষণা করেন।
জাহিদকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রিয়াজ বলেন, ‘আমরা খিলগাঁওয়ের পূর্ব নন্দীপাড়া ৯ নম্বর রোডের মাথায় রাস্তা নির্মাণের কাজ করছিলাম। কাজ করার সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।’
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।
No comments