রিজওয়ানের পর শাকিলের বিদায়, ছন্দপতন পাকিস্তানের
চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি পাকিস্তান। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ৬ রানের ব্যবধানে ২ উইকেট হারায় পাকিস্তান। তবে শাকিলকে সঙ্গে নিয়ে লড়াই করছিলেন রিজওয়ান। কিন্তু রিজওয়ান ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলে নিজেকে ধরে রাখতে পারেননি শাকিলও। তাদের বিদায়ে ছন্দ হারায় পাকিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৬৫ রান। সালামান আঘা ৫ রান এবং তাহির ৪ রানে ব্যাট করছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাবর আজম ও ইমাম-উল-হক। দুজনের ব্যাটে ভর করে ৮ ওভারে ৪১ রান তুলে ফেলে পাকিস্তান। তবে নবম ওভারে হার্দিক পান্ডিয়ার হাতে বল তুলে দেন রোহিত শর্মা।
আর ওভারের দ্বিতীয় বলেই কট আউট করেন এই পেস অলরাউন্ডার। ২৬ বলে ২৩ রান করেন এই পাক ওপেনার। পরের ওভারের দ্বিতীয় বলে ইমামকে রান আউট করেন অক্ষর প্যাটেল। এতে ৬ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
চারে ব্যাট করতে নেমে সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর করে ২৫ ওভার ১০০ রানের কোটা পার করেছে পাকিস্তান। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৬৩ বলে ফিফটি তুলে নেন শাকিল।
কিন্তু ৪ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে রিজওয়ানকে। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে এক পা উপরে এসে অক্ষরকে উড়িয়ে মারতে গিয়ে বোল্ড আউট হন পাক অধিনায়ক। পরের ওভারে শাকিলকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন হার্দিক। এই দুই সেট ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।
No comments