পুলিশ দেখে ১৫ কেজি গাঁজা ফেলে পালাল মাদক কারবারিরা
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি গাঁজা ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। তবে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রলারটি জব্দ করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পদ্মা সেতু প্রান্তের মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার পদ্মাসেতুর পূর্বপাশ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মাঝিরঘাট নৌ-পুলিশের এস আই এনামুল হক ও তার সঙ্গীয় ফোর্স পদ্মা নদীতে নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। রাতের পদ্মাসেতুর পূর্বপাশে অবস্থান করার সময় একটি ট্রলার পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুতগামী হয়ে পদ্মাসেতুর পারে চলে যায়। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ ট্রলারটির পিছু নেয়, তবে ট্রলারে থাকা মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে নৌ-পুলিশের সদস্যরা ট্রলারটিতে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর লুকানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বলেন, আমাদের নিয়মিত টহলের অংশ হিসেবেই পদ্মা নদীতে আমরা দায়িত্ব পালন করছিলাম। একটি সন্দেহজনক ট্রলারকে অনুসরণ করলে সেটির আরোহীরা দ্রুত নদীর পাড়ে গিয়ে পালিয়ে যায়। পরে আমরা ট্রলারটি তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করি।
মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আবুল হাশেম বলেন, আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
No comments