Adsterra

কারিনাকে ছাড়াই ফের হাসপাতালে সাইফ, বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে

কারিনাকে ছাড়াই ফের হাসপাতালে সাইফ, বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangl

গেল মাসে (১৫ জানুয়ারি) গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছিল দুর্বৃত্তরা। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর হাসপাতালে ভর্তি ছিলেন ৫ দিন।

চিকিৎসার পর সাইফ বাসায় ফিরলে তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেকে এ ঘটনাকে সাজানো বলেও আখ্যা দেন। এমন আবহের মাঝে ফের হাসপাতালে ছুটলেন সাইফ আলি খান। মুম্বাইয়ের যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, সেখানেই গেলেন নায়ক।

রোববার (৯ ফেব্রুয়ারি) কড়া নিরাপত্তায় হাসপাতালে ঢুকতে দেখা যায় সাইফকে। পরোনে সাদা টি-শার্ট। চোখে রোদচশমা। ব্যাকব্রাশ করা চুল। নিরাপত্তা বেষ্টনীতে হাসপাতালের ভেতর ঢুকলেন সাইফ। হামলার পর থেকেই যে সাইফের নিরাপত্তা বাড়ানো হয়েছে- তা দেখা গেল এদিন। তবে এদিনও সাইফের সঙ্গে দেখা যায়নি স্ত্রী কারিনা কাপুরকে।

মানসিক চাপ নেওয়া যাবে না, ইতিবাচক থাকার পাশাপাশি রুটিন চেকআপ এরও পরামর্শ ছিল। সেই চেকআপ এই জন্যই হাসপাতালে ছুটে গেলেন সাইফ।

এদিকে গুঞ্জন চলছে সাইফের ওপর হামলার নেপথ্যে তার স্ত্রী কারিনা। তবে সেসবের বিপরীতে মুখ খোলার প্রয়োজন মনে করেননি সাইফ। কারিনা দিয়েছেন একটি রহস্যময় পোস্ট।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

তিনি লিখেছেন, বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তার পরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে।

কমল খানের এরূপ মন্তব্যের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আবার সাইফ ও তার স্ত্রী কারিনার ভিন্ন ভিন্ন বক্তব্য প্রকাশ এবং অবশেষে বিচ্ছেদ নিয়ে এই অভিনেত্রীর এরকম রহস্যময় স্ট্যাটাসে ভক্তদের মনেও এখন প্রবল সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে।

No comments

Powered by Blogger.