তিস্তায় পানি আনতে বিএনপি অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তিস্তায় পানি না প্রতি বছর ১৫ লাখ টন চাল কম হচ্ছে ভেঙে পড়ছে জীববৈচিত্র্য। জীবন বাঁচাতে প্রতি বছর তিস্তা পাড়ের মানুষ বিভিন্ন স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন। তিস্তায় পানি আনতে বিএনপি অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তা নদী পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার দুদিনের কর্মসূচির ২য় দিনের অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
আমির খসরু বলেন, তিস্তা আমাদের জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নদীগুলোর সব পক্ষগুলো বসে একটা সুষ্ঠু সমাধান করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহ্বান তিস্তা পাড়ের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা হায়দার আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় তিস্তা পাড়ের শত শত মানুষসহ বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে দুদিনের এ আন্দোলনে শরিক হন। এ ছাড়াও তিস্তা বাঁচাও আন্দোলনে উলিপুরের থেতরাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও অংশ নেয়।
এদিকে, উলিপুরের সমাবেশের প্রধান অতিথি আমির খসরু মাহমুদের বক্তব্যের পর পরই লন্ডন থেকে লালমনিরহাট জেলার নেতৃবৃন্দসহ রংপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম ৫ জেলার ১১টি স্পটে বিএনপি নেতৃবৃন্দ এবং তিস্তা নদী পাড়ের মানুষদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেষে থেতরাই এলাকার নদীপাড়ে মঞ্চে উলিপুরের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
No comments