Adsterra

বাংলাদেশ আমাদের হারাতে পারবে না: স্যান্টনার

বাংলাদেশ আমাদের হারাতে পারবে না: স্যান্টনার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

‘নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি’ ভারত ম্যাচের আগে এই কথা বলেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোহিত শর্মা সেই করা গুরুত্ব না দিলেও শান্তর কথাকে গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে নিজেদেরকেই এগিয়ে রেখেছেন তিনি।

আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তানকে হারানো কিউইরা। এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।

টাইগারদের নিয়ে তিনি বলেন, আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। তবে আশা করি আমাদের পারবে না।

তবে বাংলাদেশের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন স্যান্টনার। তার ভাষ্য, তারা এখন খুবই ভালো দল। স্পিনের পাশাপাশি পেসেও ভালো করছে। তাসকিন দীর্ঘদিন ধরে ভালো করছে। আমরা জানি ফিজ কত ভালো হতে পারে। রানা খুব দ্রুত বল করে। আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি। তারাও আমাদের চেনে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

ম্যাচের উইকেট নিয়ে স্যান্টনার বলেন, বাংলাদেশকে নিয়ে কিছু পরিকল্পনা তো আছেই। তবে আমাদের আগে দেখতে হবে উইকেট কেমন আচরণ করছে। করাচিতে উইকেট ফ্ল্যাট ছিল। বাংলাদেশের লাইনআপে বিধ্বংসী কয়েকজন ব্যাটার আছে। রাওয়ালপিন্ডি হাই স্কোরিং গ্রাউন্ড।

No comments

Powered by Blogger.