Adsterra

সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির সহচর আটক

সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির সহচর আটক, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

মেয়াদোত্তীর্ণ ও বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর মো. ছগীর আহমেদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্বরত উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, তার প্রবেশ পাস ছিল মেয়াদোত্তীর্ণ। তার গাড়ির স্টিকারও ছিল মেয়াদোত্তীর্ণ। এরপরও তিনি সচিবালয়ে প্রবেশ করতে চাইলে আমার অফিসার তাকে গাড়িসহ আটক করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপসচিবের সঙ্গে কথা বলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

তাকে অবৈধ অনুপ্রেবশকারী হিসেবে আটক দেখানো হয়েছে বলেও জানান উপপুলিশ কমিশনার।

সচিবালয়ে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে গাড়ি নিয়ে প্রবেশের সময় ছগীর আহমেদকে আটক করা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মো. ছগীর আহমেদ আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ সহচর ছিলেন। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ এই প্রবেশ পাস নিয়ে তিনি একাধিকবার সচিবালয়ে প্রবেশ করেছেন।

ছগীর আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানার নিশ্চিতপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম তোফাজ্জল হোসেন (মৃত)। তিনি বর্তমানে রাজধানীর মতিঝিলে থাকেন।

No comments

Powered by Blogger.