আখাউড়ায় ডেভিল হান্ট অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি মো. সুমন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।
এর আগে মধ্যরাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শ্রমিকলীগের সভাপতি মো. সুমন মিয়া নুরপুর এলাকার এলু মিয়ার ছেলে।
ডাকাত দলের সদস্যরা হলেন- কসবার বিনাউটির মৃত নুরুল হকের ছেলে আরজু মিয়া (২৮), আখাউড়ার মনিয়ন্দ এলাকার জানু মৃধার ছেলে মো. কাউছার মৃধা (৩৫) ও দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর এলাকার মো. আব্দুল মিয়ার ছেলে খলিল মিয়া (২১)।
আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
No comments