চাঁদপুরে আওয়ামী লীগ নেতা এসডু পাটোয়ারী আটক
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার চাঁদপুর শহরের ট্রাক ঘাটস্থ নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।
এ দিকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর যে কটি রাজনৈতিক মামলা হয়েছে, কোনো মামলায় তিনি এজাহারভুক্ত আসামি নন বলে দাবি করেন পরিবারের সদস্যরা। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে ঠিকাদারিসহ নানা কাজে অনৈতিক হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এসডু পাটোয়ারীর বিরুদ্ধে।
এ বিষয়ে চাঁদপুরের ডিবি পুলিশের ওসি মজিবুর রহমান বলেন, ‘আমরা এসডু পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো। আটক বা গ্রেপ্তারের বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
উল্লেখ্য, তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী ছাত্র জীবন থেকেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পর পর দুবার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
No comments