Adsterra

৩ দেশের ৩ আদলে দল গড়তে চান বৈষম্যবিরোধীরা: আলাল

৩ দেশের ৩ আদলে দল গড়তে চান বৈষম্যবিরোধীরা: আলাল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, তিন দেশের তিন আদলে দল গড়তে চান বৈষম্যবিরোধীরা। বাংলাদেশে এত মহান নেতা থাকতে, এ দেশে বড় হয়ে বিদেশের নেতাদের প্রতি এত আগ্রহ কেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ প্রশ্ন করেন।

শেখ হাসিনাবিরোধী আন্দোলন বিএনপি ১৬ বছর এককভাবে করেছে দাবি করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংবিধান মানলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। দেশ সংস্কারে ৩১ দফা দিয়েছে বিএনপি। অন্যদের পরামর্শ নিতেও আমরা প্রস্তুত। এটিকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।

সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া কর্মকর্তাদের প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। তাদেরকে কোথাও পার করে দেওয়ার ব্যবস্থা হয়ে থাকলে সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

এনজিও করা আর দেশ পরিচালনা করা এক নয় মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রমজান আসছে, মানুষের কষ্ট বাড়ছে। দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত। ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানুন। এ সময় অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

No comments

Powered by Blogger.