Adsterra

হঠাৎ জাস্টিন বিবারের চেহারার পরিবর্তন, যা জানা গেল

হঠাৎ জাস্টিন বিবারের চেহারার পরিবর্তন, যা জানা গেল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh ne

জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। যাকে নিয়ে তার ভক্তদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেই ছবি দেখে ভক্তরাও আঁতকে উঠেছেন। 

এই গায়কের চেহারার হঠাৎ পরিবর্তন ভাবাচ্ছে তার ভক্তদের। নিউইয়র্কে গত সপ্তাহে একাধিকবার দেখা মিলেছে জাস্টিন বিবারের। প্রতিবারে বিবারকে দেখা মিলেছে ভিন্নভাবে। ক্লান্ত আর সাদামাটা অবস্থায় দেখা গেছে।  যেনো গভীর অন্ধকারে ডুব দিয়েছেন এই পপ তারকা।

ডেইলি মেইল থেকে জানা যায়, নিউইয়র্কের রাস্তায় জাস্টিন বিবারকে দেখে তার ভক্তরা অবাক হয়েছে। গায়কের চেহারার গড়নে অনেক পরিবর্তন এসেছে। তার চেহেরা অনেকটা লম্বাটে ধরনের হয়েছে। সেই সঙ্গে চোয়াল ভেঙে দিয়েছে। কমে গেছে গায়কের মাথার চুলও।

অন্যদিকে বিবারের বর্তমান অবস্থা সম্পর্কে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাক্তন মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকার আশঙ্কায় আতঙ্কগ্রস্ত বিবার। সেই ভয় কাটাতে তিনি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। পাশাপাশি, এই সমস্যার জেরে স্ত্রী হেইলি বিবারের সঙ্গে তার ছয় বছরের দাম্পত্য জীবন ভাঙনের মুখে।

হেইলি নাকি বিবারের অতিরিক্ত মাদকসেবন ও অস্বাভাবিক আচরণকে বিচ্ছেদের মূল কারণ হিসেবে দেখছেন। তাদের পাঁচ মাসের সন্তানের ওপর বাবার প্রভাব যাতে না পড়ে, সেজন্য আইনজীবীর শরণাপন্ন হয়েছেন হেইলি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের জন্য তিনি ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চাইতে পারেন। এত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়াও খ্যাতনামা এই তারকার মনের শান্তি নষ্ট করার জন্য যথেষ্ট।

প্রসঙ্গত, একসময় মাদকাসক্ত ও নারী আসক্তি ছিল বিবারের। এ কারণেই মার্কিন গায়িকা সেলেনা গোমেজের সঙ্গে ব্রেকআপ হয়েছিল বিবারের। দীর্ঘ ৮ বছরের প্রেমের সম্পর্কে ব্রেকআপ হওয়ায় মেনে নিতে পারেননি গায়ক। যে কারণে ব্রেকআপের পরপরই হেইলির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন কানাডিয়ান এ গায়ক।

No comments

Powered by Blogger.