Adsterra

অন্তর্বর্তী সরকার হেরে গেলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে: অ্যাটর্নি জেনারেল

অন্তর্বর্তী সরকার হেরে গেলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে: অ্যাটর্নি জেনারেল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, H

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা এসেছি শহীদ আবু সাঈদ, মুগ্ধদের রক্তের দায় থেকে দেশের মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে দিতে। যদি আমরা (অন্তর্বর্তী সরকার) ফেল করি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ময়মনসিংহে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, গত ১৫ বছরে ৬০ লাখেরও বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলায় আসামি করা হয়েছে। এসব মামলার অধিকাংশ বাদী পুলিশ।

তিনি বলেন, অতীতে জুরিসপ্রুডেন্স লিখতে গিয়ে, রায় দিতে গিয়ে, জামিন দিতে গিয়ে যে তথ্য ফলো করতেন, সেটা হলো এফআইআরে নাম নেই, সুতরাং জামিন দেওয়া যায় না। অথচ নন-বেলিবল মামলায় জামিন দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন, আপনারা জুরিসপ্রুডেন্স রচনা করুন।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশেও এ সময় কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে একজন আসামিকে ফরোয়ার্ড করার সময় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করুন। এফআইআরে নাম না থাকতে পারে, কিন্তু তাকে কী কারণে গ্রেপ্তার করলেন, তিনি কীভাবে অপরাধে অংশগ্রহণ করেছেন—এ কথাগুলো থাকলে বিচার বিভাগে জুরিসপ্রুডেন্সে অনেক সহজ হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

অন্যান্যের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রহমান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার-উল-আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়া কর্মশালায় ময়মনসিংহ বিভাগের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.