Adsterra

ইতালিতে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইতালিতে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করে দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, ইতালিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্ধু প্রতীম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে দূতাবাসের সম্মেলন কক্ষে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর ইতালিতে ইউনেস্কো জাতীয় কমিশনের প্রতিনিধি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কোর মহাসচিবের বাণী পাঠ করেন। সাংস্কৃতিক পর্বে স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীরা অমর একুশের গানসহ বিভিন্ন ভাষার সংগীত পরিবেশন করেন।

ইতালিতে ইউনেস্কো জাতীয় কমিশনের প্রতিনিধি মিজ অ্যাঞ্জেলিকা ফেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বক্তব্য রাখেন। ইতালির বিখ্যাত সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর মিজ মারা মার্থা ২১ ফেব্রুয়ারির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।

অমর একুশের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপগুলোকে স্বাগত জানান এবং বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

রাষ্ট্রদূত রকিবুল হক বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামে অমর একুশের চেতনার ওপরে আলোকপাত করেন এবং বিশ্বায়নের যুগে মাতৃভাষা সংরক্ষণ ও বিকাশে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ দূতাবাস রোম ইতালিতে বাংলা ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছে এবং প্রবাসীদের মাঝে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করছে।

No comments

Powered by Blogger.