Adsterra

তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করছে: আলাল

তিস্তা নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করছে: আলাল, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla ne

তিস্তা নিয়ে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সঙ্গে বুদ্ধিবৃত্তিক প্রতারণা করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তাপাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তিস্তার খড়খড়া মাটিগুলো যাতে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে প্রতারণার চিহ্ন হয়ে না থাকে সেজন্য অল্প কিছু পানি ছেড়ে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন। ভারত তাদের অংশে রাবারড্যাম বসিয়ে পানি সরিয়ে নিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এটা করছে আর দিল্লির কেন্দ্রীয় সরকার যা খুশি তাই চাপিয়ে দিচ্ছে। কিন্তু বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট আগে যা ছিল তা ফেরত এসেছে যে আমরা বিদেশিদের কাছে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না। এ কথাটা প্রমাণ করার জন্য তিস্তাপাড়ে আজকের এ সমাবেশ। এ কারণে তিস্তা পাড়ের মানুষের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। এরমধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক মহলে আমরা বলব, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচান।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

এ সময় কুড়িগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক মোস্তাফিজুর রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্র দলের সভাপতি আমিমুল এহসান তিস্তা পাড়ের শত শত মানুষ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.