Adsterra

আশুলিয়ায় তিতাসের গ্যাস অফিস ঘেরাও

আশুলিয়ায় তিতাসের গ্যাস অফিস ঘেরাও, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংযোগে গ্যাস সরবরাহ না থাকার অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আশুলিয়া জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈধ গ্রাহকরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ গাজিরচট, আড়িআড়া মোড়, আয়নাল মার্কেট, শেরআলি মার্কেট, বটতলা ও হক মার্কেটসহ বিভিন্ন মহল্লার বৈধ গ্রাহকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে আশুলিয়ার বিভিন্ন মহল্লা থেকে মানববন্ধনের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে বাইপাইল তিতাস গ্যাসের অফিসের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা জানান, আমরা প্রতি মাসে নিয়মিত গ্যাস বিল দিয়ে যাচ্ছি, কিন্তু গ্যাস পাচ্ছি না। একাধিকবার আমরা তিতাস গ্যাসের কর্তৃপক্ষের নিকট গিয়েছি তাও সমাধান পাইনি। তাই আমরা বাধ্য হয়ে আজকে মিছিল নিয়ে বাইপাইল গ্যাস অফিসে এসেছি। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা গ্যাস অফিসে তালা দেব। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

এ সময় তারা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আশুলিয়া জোনের কর্তৃপক্ষ উপস্থিত গ্রাহকদের বিষয়টি আজকের মধ্যেই গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যান।

No comments

Powered by Blogger.