Adsterra

সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

সোনু সুদ যাকে গরিবের ‘মসিহা’ বলা হয়ে থাকে। কোভিডকালে অভিনেতার একের পর এক পদক্ষেপ যেভাবে মন ছুঁয়ে গিয়েছিল ভক্তদের, তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষ যেকোনো সমস্যাতেই তাকে ডেকে সাড়া পেয়েছিলেন। রাজনীতির সঙ্গে যোগাযোগ না রেখেও যে মানুষের জন্য কাজ করা যায়, প্রমাণ করেছিলেন সোনু। এবার এই মসিহার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন ভারতীয় আদালত।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রায় ১০ লক্ষ রুপির প্রতারণার অভিযোগ উঠেছে সোনুর বিরুদ্ধে। এই ঘটনার সুত্রপাত লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্নার দায়ের করা মামলা থেকে। আদালতে তিনি দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ লগ্নির লোভ দেখান। মূল অভিযুক্ত হিসাবে মোহিত শুক্লার নামে প্রথমে আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়।

ওই মামলায় সাক্ষী করা হয়েছিল সোনুকে। কিন্তু আদালত নির্দেশও দিয়েছিলেন সাক্ষী দিতে। কিন্তু অভিনেতা বিষয়টি এড়িয়ে যান। ফলে আদালতে অনুপস্থিত থাকায় সোনুর বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

আদালতের আদেশে বলা হয়েছে, সোনু সুদ, ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট। তাকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেফতার করে আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হলো। এই গ্রেফতারি পরোয়ানা ১০ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। যদি তা সম্ভব না হয়, তবে কেন তা কার্যকর করা যায়নি, তার যথাযথ কারণ জানাতে হবে।

এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি সোনু। 

No comments

Powered by Blogger.