Adsterra

জুলাই বিপ্লব নিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ’র শর্টফিল্ম ‘নাস্তা’

জুলাইবিপ্লব নিয়ে বান্নাহ’র শর্টফিল্ম, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news,

স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সরকারের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গ্রেফতার করা হতো। এরপর সেই গ্রেফতারকৃত ব্যক্তির উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। বিনা বিচারে আটকে রাখা হতো বছরের পর বছর। কাউকে করা হতো গুম। কাউকে দেওয়া হতো মিথ্যে মামলায় ফাঁসিয়ে। মোটকথা বিরুদ্ধ মতামত দমনে শেখ হাসিনা ছিলেন সিদ্ধহস্ত। 


তার এই স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের ছাত্রসমাজ। তাদের সমর্থন দিয়েছেন সাধারণ মানুষ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যা জুলাই বিপ্লব নামে পরিচিত। হাসিনার আমলে করা বিরুদ্ধ মতালম্বীদের উপর চালানো নির্যাতন নিয়ে একটি শর্টফিল্ম বানিয়েছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। নাম দিয়েছেন ‘নাস্তা’। 


যেখানে দেখা গেছে, স্বৈরশাসনের বিরুদ্ধে কথা বলায় এক যুবককে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর তার উপর চালায় অমানুষিক নির্যাতন। এই যুবকের চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। শর্টফিল্মটির গল্প বান্নাহর, স্ক্রীণপ্লে সাজিয়েছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। 

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

এ প্রসঙ্গে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, হাসিনার স্বৈরশাসনের সময় ফেসবুকে স্টেটাস দেওয়ার কারণে অনেকেই ধরে নিয়ে যেত পুলিশ। আমি এরকম অনেকের সঙ্গে কথা বলেছি। তাদের সত্য ঘটনা নিয়েই এর গল্প সাজিয়েছি। এরকম হাজারো ভুক্তভোগী আছেন, যারা স্বৈরশাসকের ক্রোধের শিকার হয়ে নির্যাতিত হয়েছেন।


বুধবার আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি (ইউসিএফ) নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এটি প্রকাশ হবে। নির্মাতা জানিয়েছেন, ‘নাস্তা’ দিয়ে তিনি শুরু করেছেন। এরপর আসবে ‘লাঞ্চ’ ও পরবর্তীতে ‘ডিনার’। সবগুলো পর্বের কাজ শিগগিরই শুরু করবেন। 


No comments

Powered by Blogger.