Adsterra

কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে

কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

পটাশিয়াম আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য খনিজ। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের ঠিকমতো কাজ করতে এটি অনেক ভূমিকা রাখে। এর মধ্যে পেশি সংকোচন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর স্নায়ু ফাংশন বজায় রাখা এবং তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সহায়তা করা হচ্ছে পটাশিয়ামের অন্যতম কাজ।


পটাশিয়ামের ঘাটতি হলে হঠাৎ করেই শরীর থেকে প্রচুর তরল হারাতে পারে।  ফলে দীর্ঘস্থায়ী বমি, ডায়রিয়া, অত্যধিক ঘাম এবং রক্তক্ষরণের সমস্যা দেখা দিতে পারে।


তাই কম বয়সে শারীরিক বিকাশের সময় পটাশিয়ামের ভারসম্যে খেয়াল রাখা যতটা জরুরি। ততটাই প্রয়োজনীয় মধ্যবয়স পেরিয়ে আসা নারীদের। কারণ সেই সময় শরীরে অস্টিয়োপোরোসিসের মতো সমস্যা দেখা দিতে থাকে।

ডা. আবিদা সুলতানার নতুন বই 'সফলতার সূত্র' রকমারি থেকে অর্ডার করতে ক্লিক করুন

কোন কোন খাবারে পটাশিয়াম রয়েছে ?

১। ফল : কলা, আম, পেঁপে, পেয়ারা, লেবু জাতীয় ফল, টমেটো, অ্যাভোকাডো, স্কোয়াশে রয়েছে পটাশিয়াম।

২। শাক-সব্জি : শাক পাতা, পাতা আছে এমন সব্জি বা সবুজ রঙের আনাজ যেমন শসা, করোলা, পটল, চিচিঙ্গা, ব্রোকোলিতে রয়েছে পটাশিয়াম।

৩। শিকড়-সব্জি : যে সব গাছের শিকড় সব্জি হিসাবে খাওয়া যায়। যেমন গাজর, বীট, রাঙা আলু, মুলোয় রয়েছে পটাশিয়াম।

৪। মাছ-মাংস-ডিম : পাঁঠার মাংস, মাছ এবং ডিমেও রয়েছে পটাশিয়াম।

৫। দুগ্ধজাত খাবার : দই, দুধ, ছানা, পনির খেলেও তা থেকে পটাশিয়াম মেলে।

৬। ওট্‌স-খই : ওটসে রয়েছে অনেক পটাশিয়াম। এছাড়া খইয়েও রয়েছে পটাশিয়াম।

৭। বাদাম-শুকনোফল-বীজশস্য : পেস্তাবাদাম, নারকেল, কাঠবাদাম এবং বীজ শস্যেও পাটাসিয়াম রয়েছে।

৮। ডাল শস্য : রাজমা, বিনসের দানা, ডালেও রয়েছে পটাশিয়াম।



ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


No comments

Powered by Blogger.