Adsterra

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকাসহ ৩ শিক্ষার্থী ও প্রাইভেটকারচালক আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল বাইপাস সড়কের বাঙ্গালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম মো. আলী আজগর বাদল (৪৮)। তিনি উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার নুরুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি একটি এনজিওর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা স্বরণিকা আলম (৩০), তার দুই মেয়ে জিম (৭) ও জাহিন (৬)। এ ছাড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অপর শিক্ষার্থী জুন (১৪) ও ড্রাইভার আলমগীর আহত হন। এর মধ্যে আহত স্বরণিকা আলমের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সকলেই টাঙ্গাইল জেলার কালিয়াকৈর থানার হিজলহাটি গ্রামের বাসিন্দা।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে কালিয়াকৈর থেকে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজগামী প্রাইভেটকারটি বাঙ্গালপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের নিচে পড়ে যা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এরপর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটে কারে থাকা ৫ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

No comments

Powered by Blogger.