Adsterra

শিবচরে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

শিবচরে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

মাদারীপুরের শিবচরে ভুট্টাখেত থেকে মিজান কাজী (২০) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চর কান্দি গ্রামে সামাদ মৃধার ভুট্টা ক্ষেতের ভেতর থেকে গলাকাটা  রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিজান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু কাজির ছেলে। তিনি শিবচর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্নে ভাড়া বাসায় বসবাস করতেন। মাত্র দুই সপ্তাহ আগে মিজান দাম্পত্য জীবন শুরু করেছিলেন।

এর আগে বৃহস্পতিবার প্রতিদিনের মতো গ্যারেজ থেকে ভাড়ায় চালিত অটোভ্যান নিয়ে মিজান জীবিকা নির্বাহের জন্য বের হন। এর পরে আর ঘরে ফেরেনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

নিহতের পরিবারের ধারণা, ব্যাটারি চালিত অটোভ্যানটি ছিনতাই করার জন্যই তাকে গলা কেটে জবাই করে ফেলে গেছে ছিনতাইকারীরা। এর আগেও শিবচরে একইভাবে আরেকটি ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তাই এই চক্রকে ধরে দ্রুত আইনের আওতায় আনার দাবিও করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে শিবচর থানা ওসি মো. রতন শেখ বলেন, ভুট্টাখেতের ভেতর একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি। সেখানে যাচ্ছি আমরা। 

No comments

Powered by Blogger.