Adsterra

ডিপিএলের দলবদল প্রক্রিয়া স্থগিত করলেন সাকিব

ডিপিএলের দলবদল প্রক্রিয়া স্থগিত করলেন সাকিব, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

গতকাল থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল বদল প্রক্রিয়া। যেখানে সাকিব আল হাসানকে দলে নেওয়া কথা জানিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। আজ সাকিবকের দল বদল প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া স্থগিত রাখার জন্য বলেছেন সাকিব।

রোববার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু।

তিনি বলেন, আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।

টিটু আরও বলেন, আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

গত সেপ্টেম্বরে মিরপুরে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা ও হত্যা মামলার আসামী হওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি। সদ্য শেষ বিপিএলেও খেলতে পারেননি দেশসেরা এই ক্রিকেটার।

এর মাঝে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও জায়গা হারান তিনি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে সাকিবকে দলে নিতে চেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ।কিন্তু সেই প্রক্রিয়া স্থগিত করেছেন সাকিব নিজেই।

No comments

Powered by Blogger.