Adsterra

শুধু কংক্রিটেই নয়, ফ্যাসিবাদের চিহ্ন আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে, সুশীলের আবরণে

শুধু কংক্রিটেই নয়, ফ্যাসিবাদের চিহ্ন আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে, সুশীলের আবরণে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top N

বাংলাদেশে শুধু কিছু দালান বা কংক্রিটের স্থাপনাতেই ফ্যাসিবাদ সীমাবদ্ধ নয়, রাষ্ট্রের ব্যবস্থাপনা এবং সুশীল সমাজের আবরণে ফ্যাসিবাদ লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।‌

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি। পোস্টটি দেওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের বাসস্থান ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দিচ্ছিল। 

পোস্টে তিনি জনসাধারণের উদ্দেশে লিখেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের চিহ্ন থাকবে কি না, কিংবা ব্যক্তিকেন্দ্রিক পূজা-অর্চনার স্থান টিকে থাকবে কি না—এ সিদ্ধান্ত একমাত্র দেশের জনগণের।

‘তবে আমার প্রশ্ন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?’

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

দীর্ঘ ১৭ বছর বাংলাদেশকে উন্মুক্ত কারাগার বানিয়ে রাখা খুনি হাসিনার সম্পর্কে প্রশ্ন রেখে তিনি বলেন, যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে? শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়?

তবে এই বক্তব্য রাষ্ট্রদূত হিসেবে সরকারের পক্ষ থেকে নয় উল্লেখ করে তিনি লিখেছেন, এ মতামত একান্তই আমার ব্যক্তিগত।

No comments

Powered by Blogger.