Adsterra

সাভারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭

সাভারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

সাভারে গ্যাস সিলিন্ডারে লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর নালিয়াসুতী এলাকার নোয়াব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- জিসান (২০), আমেনা (৬০), শিল্পী (৩৫), সজিব (৭), সোহেমান (১৪), সুজাত মোল্লা (২৬) ও হালিমা (৪২)।

প্রতিবেশীরা জানান, আমেনার বাড়িতে দিনের বেলা কিছু আত্মীয়-স্বজন বেড়াতে আসে। সন্ধ্যার দিকে আত্মীয়-স্বজনরা চলে যাওয়ার সময় আমেনা ঘরের দরজায় তালা মেরে স্বজনদের এগিয়ে দিতে যান। পরে বাসায় এসে দেখেন বাড়িতে গ্যাসের গন্ধ এবং দরজা চাবি দিয়ে খুলছে না। তখন বাসার একজন হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

সে সময় তালায় হাতুড়ি দিয়ে আঘাত করা মাত্র বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ৭ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘সন্ধ্যার দিকে দগ্ধ অবস্থায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবাই গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছে বলে জানা গেছে।’

No comments

Powered by Blogger.