ধামরাইয়ে অবৈধ ২ ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ডেমরান এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রিয়াঙ্কা ব্রিকসকে ১০ লাখ টাকা এবং ধামরাই ব্রিকসকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামনুন আহমেদ অনীক বলেন, ‘পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইনে অবৈধ ২টি ভাটায় অভিযান পরিচালনা করে ২২ লাখ টাকা নগদ জরিমানা করা হয়েছে।’
এ সময় অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
No comments