মিথুনের ‘এক টাকাও না পাওয়ার অভিযোগ’কে ভিত্তিহীন বলছে চিটাগং কিংস
বরিশাল-চিটাগং ম্যাচ দিয়ে বিপিএলের ১১তম আসরে পর্দা নেমেছে। এবারের বিপিএলে চিটাগং কিংসকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিল মোহম্মদ মিথুন। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার দুই সপ্তাহ পরে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এই উইকেটরক্ষক ব্যাটার। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন চিটাগং কিংসের এক কর্মকর্তা।
দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী এক টাকাও পারিশ্রমিক দেনননি বলে বিসিবিকে অভিযোগ করেছেন মিথুন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দেশের বেসরকারি একটি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে চিটাগং কিংসের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আরটিভি। মিথুনের এক টাকাও পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি জানানো হলে অনেকটা বিস্ময় প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। নিউজ দেখে আমি মিথুনের সঙ্গে কথা বলেছি। সে খুব তাড়াতাড়ি একটি বিবৃতি দিবে।
এদিকে, আজ ডিপিএলের দল দলবদলে অংশ নিয়েছিলেন মিথুন। এবারের আবাহনী জার্সিতে দেখা যাবে তাকে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে ন্যায্য পারিশ্রমিকের প্রত্যাশা তার। সেই সঙ্গে গত আসরের যে পারিশ্রমিকে দলে যুক্ত হয়েছিল ক্রিকেটাররা। তার ৩০ শতাংশ পারিশ্রমিকও পায়নি বলে অভিযোগ তুলেছেন তিনি।
এর আগে, বিপিএলের মাঝপথে পারভেজ হোসেন ইমনকে কোনো পারিশ্রমিক না দিয়ে সমালোচিত হয়েছিল চিটাগং। এমনকি আমার টাকা গাছে ধরে না বলে বেফাঁস মন্তব্য করে বিতর্ক উসকে দেন দলটির মালিক সামির কাদের চৌধুরী। যদিও পরবর্তীতে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছিল বিসিবি।
No comments