ধামরাইয়ে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য ও যুবদলকর্মী বাবুল হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসি নগর হাউজিংয়ের ভেতরে এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারকেও মারধর করা হয়।
নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি যুবদল কর্মী ও কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরপর তিনবারের ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নিহতের স্ত্রী ইয়াসমীন বলেন, আমার চোখের সামনে ওরা আমার জামাইরে মারছে। আমার জামাই সরিষা মাড়াই করছিলেন। এ সময় আফসান, মনির, আরশাদ ও তার ছেলেসহ আরও দুইজন টেঁটা, হাতুরি, লোহার পাইপ দিয়ে আমার সামনে আমার স্বামীকে পিটিয়ে গুরুতর জখম করে ও চোখ উপড়ে দেয়। পরে বাবুলকে সাভারের এনাম মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজের চিকিৎসক এজাজ বলেন, বেলা সোয়া ৩টার দিকে বাবুলকে হাসপাতালে আনা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম ছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছিলাম।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আকসির নগর আবাসিক প্রকল্পে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলেছে।
No comments