Adsterra

‘সিঙ্গেলদের আবার ভালোবাসা দিবস!’

‘সিঙ্গেলদের আবার ভালোবাসা দিবস!’ ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

প্রকৃতি আজ নতুন রঙে সেজেছে, ফাগুনের মাতাল হাওয়ায় ভেসে যাচ্ছে প্রেমপিয়াসী হৃদয়। বসন্তের উচ্ছ্বাস আর ভালোবাসার আবেশ এক হয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। আজ ১৪ ফেব্রুয়ারি—বিশ্ব ভালোবাসা দিবস আর বাংলা পঞ্জিকার পহেলা ফাল্গুন একই স্রোতে মিশে গেছে।

যেমন বদলেছে প্রকৃতির রঙ, তেমনই ভালোবাসার ভাষাও আজ নতুনভাবে প্রকাশ পাচ্ছে। মনের অজানা অনুভূতি, না বলা কথা—সবকিছুই ভালোবাসার স্পন্দনে মুখর। কপোত-কপোতীরা নিবেদন করছে হৃদয়ের গোপন আবেগ, কেউ কেউ তাদের চুপকথাগুলোকে রূপকথায় রূপান্তরিত করছে।

প্রেমিক-প্রেমিকারা এ দিনটিকে ভালোবাসার নানাভাবে উদযাপন করলেও সিঙ্গেলদের জন্য দিনটি যেন মিশ্র অনুভূতির। কেউ সারাদিন অফিস করে কাটিয়েছেন, কেউ কাটিয়েছেন হাসি-ঠাট্টায়, কেউ বা আবার বন্ধুদের সঙ্গে আড্ডায়, আবার কেউ একা সময় কাটিয়েছেন মুভি দেখে বা গেম খেলে।

মো. সাইদুর রহমান। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তিনি। আরটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, গোসল করে নাস্তা করেছি। তারপর রেডি হয়ে অফিসে এসে সারাদিন কাজ করে, রাতে বাসায় ফিরে ফ্রেস হয়ে রাতের খাবার খেয়ে আবার ঘুমাবো।’

আব্দুল্লাহ আল মামুন, ঢাকায় একটি বেসরকারি টিভি চ্যানেলে চাকরি করছেন। তিনি বলেন, ‘বরাবরের মতো অফিস কলিগ আর পরিবার নিয়েই কাটছে ভালোবাসা দিবস। আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস।’

ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত শাহরিয়ার রোকন বলেন, ‘আমাদের মতো সিঙ্গেলদের আবার ভালোবাসা দিবস! ভালোবাসা দিবসে কাজ করেই সময় কাটছে।’

মৌ সিদ্দিকী, ঢাকায় একটি বেসরকারি টিভি চ্যানেলে চাকরি করছেন। তিনি বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে পরিবার, বন্ধু-বান্ধব আর আমার কাজ। এসব নিয়েই আমার ভালোবাসা দিবস।’

এ ছাড়াও বেশ কিছু সিঙ্গেল জানিয়েছেন, তারা এই দিনটিকে বই পড়ে, পছন্দের মুভি বা সিরিজ দেখে কাটিয়েছেন। কেউ কেউ জিমে গিয়েছেন বা নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করেছেন। তাদের মতে, ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কেই সীমাবদ্ধ নয়, নিজেকেও ভালোবাসা গুরুত্বপূর্ণ।

এসবের পাশাপাশি বিভিন্ন ক্যাফে ও রেস্টুরেন্টে ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ অফার থাকলেও কিছু প্রতিষ্ঠান সিঙ্গেলদের জন্যও আয়োজন করেছিল "সিঙ্গেল পার্টি" বা "অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে" ইভেন্ট। ঢাকার কিছু ক্যাফেতে দেখা গেছে, সিঙ্গেলরাও বন্ধুদের সঙ্গে দারুণ উপভোগ করেছেন এ দিনটি।

ভালোবাসা দিবসে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে সিঙ্গেলদের নানা মজার মিম ও পোস্ট ভাইরাল হয়। "সিঙ্গেল অ্যান্ড হ্যাপি" হ্যাশট্যাগে অনেকে নিজের একাকীত্ব উদযাপন করেছেন, কেউবা মজার ট্রেন্ডে অংশ নিয়েছেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

ভালোবাসা দিবসে উপহারের বাজার সাধারণত কাপলদের কেন্দ্র করেই গড়ে ওঠে, তবে এবার কিছু দোকান "সেল্ফ-গিফটিং" ট্রেন্ডকে গুরুত্ব দিয়েছে। অনেকেই নিজের জন্য ফুল, চকলেট বা পছন্দের কিছু কিনেছেন, যা দিনটিকে আরও উপভোগ্য করেছে।

সিঙ্গেলদের জন্য ভালোবাসা দিবস বিষাদের দিন নয় বরং আনন্দ করার, নিজেকে ভালোবাসার আর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ। ভালোবাসা সব জায়গায় ছড়িয়ে আছে—শুধু সেটা খুঁজে নেওয়ার দৃষ্টিভঙ্গিই আলাদা।

No comments

Powered by Blogger.