Adsterra

ইসরায়েলের বক্তব্যের সময় বাংলাদেশও ওয়াক-আউট করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসরায়েলের বক্তব্যের সময় বাংলাদেশও ওয়াক-আউট করেছে: পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla

মরক্কোতে মন্ত্রী পর্যায়ের চতুর্থ বিশ্ব সড়ক নিরাপত্তা সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশও ওয়াক-আউট করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরায়েলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বেশ কিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াক-আউট করে। কিন্তু এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে কিছু মহল। কারণ, বাংলাদেশ প্রতিনিধি দলও ওয়াক-আউটকারী দেশগুলোর মধ্যে ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফিলিস্তিন সংকট, ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সুপরিচিত। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে যে, এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি মরক্কোতে ওই সম্মেলনে ইসরায়েলের প্রতিনিধি মিরি রেগেভ ভাষণ দেওয়া শুরু করলে এর প্রতিবাদে অনেক দেশের প্রতিনিধিরা ওয়াকআউট করেন। কিন্তু গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাংলাদেশ ওয়াক-আউট না করে ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন বলে প্রচার করা হয়।

No comments

Powered by Blogger.