কুষ্টিয়ার ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে ৩শ’ আসনেই প্রার্থী দেবেন এমন ঘোষণা অনেক আগেই এসেছে। তবে এখনও পর্যন্ত্র ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কিংবা দিনক্ষণ ঠিক হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা জানান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে কমপক্ষে একশ আসনে নিজেদের এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত। এর মধ্যে কুষ্টিয়ার মোট ৪টি আসনের ৪টিতেই প্রার্থীর নাম জানানো হয়েছে। জেলা জামায়াতের ফেসবুক পেজে এই নাম ঘোষণা করা হয়। একইভাবে অন্য বেশ কয়েকটি জেলাতেও এমপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টায় রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক আইডি থেকে জেলার ৪টি সংসদীয় আসনে তাদের মনোনীত প্রার্থীর ছবি ও তাদের নামসহ পোস্ট করা হয়। মনোনীত চার প্রার্থী হলেন- কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে দলটির নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনে কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আফজাল হোসাইন।
এ বিষয়ে জেলা জামায়াতের আমীর আবুল হাশেম বলেন, প্রচার প্রচারণার সুবিধার্থে আমরা প্রাথমিকভাবে চারজনকে মনোনীত করেছি। যাতে কর্মীদের কাজ করতে সহজ হয়।
তবে নায়েবে আমীরের বরাত দিয়ে বলেন, প্রয়োজন হলে প্রার্থী পরিবর্তন হতে পারে। তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন তাই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে মনে করছেন তারা।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছি। কর্মীরা সেইভাবে কাজ করছে। বর্তমানে জামায়াতের প্রস্তুতি সবচেয়ে বেশি। সেই কারণে ইতিমধ্যে মাঠে কাজের সুবিধার্থে ও জনপ্রিয়তা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে কুষ্টিয়াসহ দেশের ২১ জেলায় একশ’ আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এর মধ্যে কুষ্টিয়ার চারটি, মেহেরপুরে দুইটি, খুলনায় ছয়টি, রাজশাহীতে পাঁচটি, সিরাজগঞ্জে পাঁচটি, নওগাঁয় পাঁচটি, টাঙ্গাইলে আটটি, নেত্রকোনার পাঁচটি, ফরিদপুরের চারটি, কিশোরগঞ্জে পাঁচটি, ময়মনসিংহের ১১টির মধ্যে ১০টি, মৌলভীবাজারে চারটি, দিনাজপুরে ছয়টি, শেরপুরে তিনটি, কিশোরগঞ্জে ছয়টি আসনের মধ্যে পাঁচটি, পঞ্চগড় ও ঝালকাঠিতে দুইটি করে, পটুয়াখালীতে চারটি, সুনামগঞ্জে পাঁচটি ও পিরোজপুরে তিনটি গাজীপুরে চারটি ও মাদারীপুরে একটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম বলেন, নির্বাচন করতে সময় লাগে। প্রার্থীর অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়। আগে থেকে প্রার্থী ঘোষণা করা হলে প্রার্থীর জন্য এবং কর্মীদের জন্য কাজ করা সুবিধা হয়। জামায়াত একটি শৃঙ্খলিত দল। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না। কারও ব্যাক্তি চাওয়া এখানে মূল্যায়িত হয় না।
এসব বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, জামায়াতের এই প্রার্থী ঘোষণা অফিশিয়ালি নয়। এটা প্রাথমিক সিলেকশন। যেহেতু এই নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচন কাছে এলে ফাইনলাল সিদ্ধান্ত নেওয়া হবে। তখন যাদের মনোনয়ন দেওয়া হবে তারাই প্রার্থী হবেন।
No comments