যে সমীকরণে সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দুবাইয়ের বিমানে উঠেছিল টাইগাররা। কিন্তু টুর্নামেন্টের শুরুটা ভালো করতে পারেননি শান্ত-মিরাজরা। ভারতের কাছে বাজেভাবে হারতে হয়েছে বাংলাদেশ। তবে এখনও সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। সে জন্য মেলাতে হবে কঠিন সমীকরণ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) হৃদয় ও জাকেরের নৈপুণ্যে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ভারতকে ২২৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ২১ বল এবং ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত।
তারা ছাড়াও ‘এ’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। জয় না পেলেও রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তাই সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি ভক্ত-সমর্থকরা। দুটি উপায়ে সেমিফাইনাল খেলতে পারবে টাইগাররা।
প্রথমত পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে চার। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট করে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রানরেট। তাই দুই ম্যাচই ভালোভাবে জিততে হবে।
অন্যদিকে বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে এবং সেটা হয় পাকিস্তানের বিপক্ষে, তাহলে পয়েন্ট হবে দুই। সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে সমীকরণ আরও জটিল হবে বাংলাদেশের জন্য।
আগামী ২৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ২৭ ফেব্রুয়ারি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। তাই শেষ পর্যন্ত সেমিফাইনালের সমীকরণ মেলাতে পারে কিনা সেটাই দেখার বিষয়।
No comments