মেঘনায় গণ অধিকার পরিষদের ব্যানার ছেঁড়ায় নিন্দা ও প্রতিবাদ
কুমিল্লার মেঘনা উপজেলায় গণ অধিকার পরিষদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
মেঘনায় ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ছাত্র অধিকার পরিষদের টানানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান বলেন, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। যারা এই অপকর্ম করেছে, তারা কেবল আমাদের সংগঠনের বিরুদ্ধেই নয়, বরং গণতন্ত্রের চেতনার বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করতে এ ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।
তিনি অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
No comments