Adsterra

বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন শেবাগ

বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলেন শেবাগ, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেট হারতে হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। জাকের আলী ও তাওহীদ হৃদয় সেখান থেকে দলকে টেনে তুলে ২২৮ রানের পুঁজি এনে দিলেও লড়াই করতে পারেনি তাসকিন-মোস্তাফিজরা।

অনেকে মনে করছেন, পাওয়ার প্লে-তে ব্যাটিং ও বোলিং ভালো করতে পারলে হয়তো ভারতকে বিপাকে ফেলতে পারত টাইগাররা। তবে এই ধারণা উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগ। সেই সঙ্গে বাংলাদেশকে নিয়ে এক রকম কটাক্ষই করেছেন তিনি।

শেবাগ বলেন, আমি মনে করি না, ভক্তদের মধ্যে কোনো উত্তেজনা ছিল। এটা বাংলাদেশ, তোমরা আমাকে এমনভাবে তাদের প্রশংসা করতে বলছ যেন তারা অবিশ্বাস্য দল।

বাংলাদেশকে ভয় পাওয়া নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে ভয়? আমি যখন খেলতাম, তখন কখনো ভয় পাইনি, তাহলে আজ এখানে স্টুডিওতে বসে আমি কেন ভয় পাব? এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে তারা অস্বাভাবিক পারফরম্যান্স দিতে পারে। আমি মনে করি না, এই ম্যাচের সময় কোনো ভারতীয় সমর্থকের মনে ১ শতাংশ ভয়ও ছিল।

ভারত শেষ পর্যন্ত ২১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে। লোকেশ রাহুল ও শুভমান গিলের ৮৭ রানের অপরাজিত জুটি দলকে বড় কোনো ধাক্কা ছাড়াই জয়ের দিকে নিয়ে যায়। গিল শতকও পূর্ণ করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

২২৮ রানের পুঁজি নিয়ে একটা সময় বাংলাদেশ টানটান উত্তেজনা তৈরি করেছিল। ১৪৪ রানে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল লাল-সবুজের দল। তবে শেবাগ মনে করেন, গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি উইকেট না পড়লে এই লক্ষ্য আরও দ্রুত তাড়া করা যেত।

তার ভাষ্য, এটা খুবই সহজ ম্যাচ ছিল। প্রায় চার ওভার বাকি থাকতে জিতে গেছি। গিল ধৈর্য ধরে ধীরে খেলছিল। যদি রোহিত শর্মা, বিরাট কোহলি বা শ্রেয়াস আয়ার কিছুক্ষণ বেশি সময় টিকে থাকত, তাহলে এই ম্যাচ ৩৫ ওভারের মধ্যেই শেষ হয়ে যেত।

No comments

Powered by Blogger.