Adsterra

‘ফরায়েজী আন্দোলন’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা

‘ফরায়েজী আন্দোলন’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে অনুরোধ করবেন ধর্ম উপদেষ্টা, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে। যেখানে ছোট ছোট দল নিবন্ধন পেয়েছে সেখানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন কেন নিবন্ধন পাবে না?

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচরে বাহাদুরপুর মাদরাসার ৮০তম বার্ষিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান বাহাদুরপুর মাদরাসা।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই, ঐক্য গড়ে তুলি। ঐক্যই শান্তি, ঐক্যই বল। আমাদের মনটা বড় করি। ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব হয় না।

খালিদ হোসেন বলেন, ব্রিটিশ শাসকেরা শ্রমিকদের ওপর অত্যাচার করত। তাদের কাছ থেকে কম দামে সবকিছু কিনে নিত। কৃষককে জুলুম করত। জোর করে কাজ করাত। কৃষকেরা ন্যায্য মজুরি পেত না। তার প্রতিবাদ শুরু হয়েছিল মাদারীপুর থেকে। হাজী শরীয়তুল্লাহ এর প্রতিবাদ করেছেন। তিনিই দেশের প্রথম মুক্তিযোদ্ধা। আগামীতে বই-পুস্তকে হাজী শরীয়তুল্লার জীবনী ও সমাজসংস্কারে তার অবদান তুলে ধরা হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত

অনুষ্ঠানে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি ও বাহাদুরপুর পির মঞ্জিলের গদিনশিন পির মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসানসহ জেলা-উপজেলা ফরায়েজী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.