Adsterra

সফলতা অর্জনে বাদ দিতে হবে ৭ অভ্যাস

সফলতা অর্জনে  বাদ দিতে হবে ৭ অভ্যাস, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglades

আমরা সবাই জীবনে সফল হতে চাই। সফলতা পেতে হলে কোন কাজগুলো করবো আর কোনগুলো এড়িয়ে যাব তা সবারই জানা জরুরি। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্টিকেল ওয়েবসাইট মিডিয়াম ডটকমে একটি প্রতিবেদনে উঠে এসেছে সফল হতে হলে কোন কোন বিষয় এড়িয়ে চলতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেসব বিষয়।

 

১. একসঙ্গে একাধিক কাজ করবেন না :

আপনি যদি একাধারে গায়ক, নায়ক, বিজ্ঞানী, খেলোয়াড় হতে চান, তাহলে আপনি কোনো কাজই ভালোভাবে করতে পারবেন না। আগে ঠিক করুন, আপনি কোন কাজ করতে আগ্রহী বা কোন কাজ ভালো পারেন। সেদিকে মনোনিবেশ করুন।

 

২. স্বল্পমেয়াদী মানসিকতা বাদ দিতে হবে : কোনো কাজ কিছুদিন করলেন পরে আর করলেন না, এমন যেন না হয়। কয়েকদিন সকালে হাঁটবেন, কয়েকদিন পর আবার আগের মতোই। এমন হলে কাজে সফল হওয়া যাবে না। যে কোনো কাজ অল্প করে করলেও ধারাবাহিকতা রক্ষা করুন।

 

৩. নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলুন : একজন নেতিবাচক ধ্যানধারণার মানুষ আপনার  জীবনকে বিষাক্ত করে তুলতে পারে। কারণ, ধরনের মানুষ আপনার জীবনের বিকাশকে বাধাগ্রস্থ করতে পারে। এমন মানুষের সংস্পর্শে থাকুন, যাঁরা আপনার ভেতরের ইতিবাচক দিকগুলো আরও উজ্জীবিত করে তুলবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

৪. টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মত্ত থাকবেন না : আমাদের মাঝে অনেকেই সারাদিন টেলিভিশন বা ইন্টারনেটে ডুবে থাকেন। বর্তমান সময়ের তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা এটি। এতে যে আপনার সময়ের অপচয় হচ্ছে। সেই সময়টুকু এমন কাজে লাগানোর চেষ্টা করুন যা আপনার জীবনকে উন্নত করবে।

 

৫. দ্রুত পরিবর্তন আশা করবেন না : কোনো কিছুই হুট করে অর্জন হয় না। ধীরে ধীরে একদিন একদিন পরিশ্রম করেই মানুষ দক্ষ হয়ে ওঠে। চেষ্টা করুন প্রতিদিন এক শতাংশ করে হলেও নিজেকে উন্নত করার।

 

৬. অস্বাস্থ্যকর জীবনযাপন বাদ দিন : স্বাস্থ্যের যত্ন নিন। জীবনে ভালো কিছু অর্জন করতে হলে প্রথমেই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। স্বাস্থ্যের যত্নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত শারীরিক পরিশ্রম, এই দুটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।

 

৭. অজুহাত দেখাবেন না : অজুহাত নিজেকে সংশোধন উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়েছে, এমন কথা পরিহার করুন। আগে থেকেই ব্যবস্থা নিন যাতে রাস্তায় জ্যাম থাকলেও দেরি না হয়।

No comments

Powered by Blogger.