Adsterra

সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত শতাধিক

সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত শতাধিক, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

সামরিক বাহিনী কর্তৃক বিমান হামলায় উত্তর আফ্রিকার দেশ সুদানে শতাধিক মানুষকে হত্যা করার অভিযোগ উঠেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের একটি মার্কেটে সেনাবাহিনীর বিমান হামলায় শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে অভিযোগ করেছে সুদানের যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী।


২০২৩ সালের এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় বেসামরিক ক্ষয়ক্ষতির নথি সংগ্রহ করে আসছে দেশটির যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা দ্য ইমারজেন্সি লইয়ার্স। গোষ্ঠীটি বলেছে, দারফুর অঞ্চলের তুররাহ মার্কেটে সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে ‘‘ভয়াবহ গণহত্যা’’ সংঘটিত করেছে। এই হামলায় কয়েক শতাধিক মানুষ আহত হয়েছেন।


সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী দেশটির আধা-সামরিক বাহিনী দ্য র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনীর হামলায় মার্কেটের বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় নিহত লোকজনের মরদেহ বিকৃত হয়ে গেছে। মার্কেটের ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।


তবে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তারা কেবল শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে বৈধ হামলা চালিয়েছেন।

দেশটির সেনাবাহিনী ও আরএসএফের বিরুদ্ধে বেসামরিক অঞ্চলে বার বার হামলা চালানোর অভিযোগ রয়েছে। দারফুরের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে আরএসএফ। দেশটির এই আধা-সামরিক বাহিনী দারফুরে ড্রোন মোতায়েন করেছে। কিন্তু সেনাবাহিনীর যুদ্ধবিমান থেকে প্রতিনিয়ত আরএসএফের অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে আরএসএফ।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

দারফুর অঞ্চলের তুররাহ মার্কেটে সেনাবাহিনীর হামলায় মৃত্যুর সংখ্যা কিংবা হামলারন তারিখ সঠিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা এল-ফ্যাশার শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে তুররাহ মার্কেটের অবস্থান।


দারফুরের স্থানীয় মানবাধিকার সংস্থা দারফুর ইনিশিয়েটিভ ফর জাস্টিস অ্যান্ড পিস বলেছে, ওই মার্কেটে সোমবার ঘটনা ঘটেছে হামলার। ‘‘যুদ্ধ শুরুর পর’’ গতকালের ওই হামলা সবচেয়ে প্রাণঘাতী ছিল বলে মন্তব্য করেছে সংস্থাটি।


২০২৩ সাল থেকে চলা সুদানের দুই বাহিনীর সংঘাতে কমপক্ষে দেড় লাখ মানুষের প্রাণহানি ঘটেছে বলে বিভিন্ন পরিসংখ্যানে বলা হয়েছে। জাতিসংঘ বলেছে, সামরিক বাহিনীর সংঘাতের কারণে বিশ্বে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছে সুদান।

No comments

Powered by Blogger.