পঙ্গু হাসপাতালের কর্মীদের সঙ্গে গণঅভ্যুত্থানে আহতদের মারামারি
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে বাক–বিতণ্ডা ও মারামারিতে জড়িয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের ভেতরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান।
তিনি বলেন, জুলাইয়ে আহত ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কয়েকজন স্টাফের কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদের সাথে কথা বলছে।
এ সংঘর্ষে শিক্ষার্থী, আনসার, কর্মচারীহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর হাসপাতালের কর্মীরা কর্মবিরতি শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলছিল।
জানা যায়, কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি আহত শিক্ষার্থীদের সঙ্গে স্টাফদের বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরই মধ্যে রবিবার রাতে ব্লাড ব্যাংকের একজন কর্মীকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সোমবার হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন কর্মীরা।
জুলাই অভ্যুত্থানে আহত রোগীদের অভিযোগ- হাসপাতালে দালাল সিন্ডিকেট চক্র নিয়ে কথা বলায় তাদের ওপর সকালে হামলা করা হয়।
No comments