Adsterra

যেসব কারণে রোজায় বারবার গলা শুকিয়ে আসে

যেসব কারণে রোজায় বারবার গলা শুকিয়ে আসে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রমজান মাসে প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের জন্য রোজা রাখা ফরজ। গরম ও খাদ্যাভ্যাসের কারণে দুপুর হতে না হতেই পানি পিপাস বা গলা শুকিয়ে আসতে শুরু করে অনেকের। এতে শরীর ক্লান্ত হয়ে যায়। তবে অনেকেই জানেন না কিছু নির্দিষ্ট খাদ্যাভ্যাসের কারণে এমনটা হয়ে থাকে।

স্বাস্থ্যবিদ ও চিকিৎসকদের তথ্যমতে, রোজায় বারবার গলা শুকিয়ে আসার কারণ জেনে নিন-


১. সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। দিনের একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে এমনিতেই পানি স্বল্পতা দেখা দেয়। যার ফলে গলা শুকিয়ে আসতে থাকে।

২. অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া। সেহরিতে খাবারের সঙ্গে অতিরিক্ত পরিমাণে লবণ খেলে গলা শুকিয়ে আসতে পারে। কারণ লবণে থাকা সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। যার ফলে দীর্ঘ সময় শরীরে কোন পানি না পেলে গলা শুকিয়ে আসতে থাকে।

৩. অতিরিক্ত কায়িক পরিশ্রম করা। অতিরিক্ত কায়িক পরিশ্রম করার ফলে শরীরে সঞ্চিত পানি ঘাম আকারে বের হয়ে আসে যার ফলে কলা শুকিয়ে আসতে পারে।

dr abida sultana;

৪. সেহরিতে শুকনো খাবার যেমন বাইরের বিভিন্ন ক্র্যাকার্স, টোস্ট, চিপসের মত কোন খাবার খেলে এমনটা হতে পারে।

৫. অতিরিক্ত মিষ্টিজাতীয়, মসলাযুক্ত খাবার, তেলে ভাজা খাবার বা লাল মাংস আমাদের শরীরকে ডিহাইড্রেটেড করে তোলে। যার ফলে আমাদের গলা ও মুখ শুকিয়ে আসতে থাকে।


ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


No comments

Powered by Blogger.