Adsterra

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আফজাল কারাগারে

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আফজাল কারাগারে, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, banglade

বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ মার্চ) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত।

এদিন আফজালকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস আলম। এ সময় আসামির আইনজীবী মো. রিপন আদালতকে বলেন, আফজাল একজন সাবেক সংসদ সদস্য। হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আমরা জানতে পেরেছি, মূল নথি নেই। এ অবস্থায় রিমান্ড শুনানি হবে কি না সিদ্ধান্ত চাচ্ছি।

আদালত বলেন, যেহেতু মূল নথি নেই। রিমান্ড শুনানি হবে না। মূল নথি পাওয়ার পর রিমান্ড শুনানি হবে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে রোববার মধ্যরাতে মেহেরপুর পৌর শহরের সরকারি কলেজ মোড়ের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ।

বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় দলটির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। পরে যুবদল নেতা শামীম মারা যান। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

No comments

Powered by Blogger.