কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর ‘স’ মিল এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী এলাকার পাশে হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করেন সেখানে। পরে রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা ও মংরী রাখাইনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করে।
তার পরিবারের লোকজন জানায়, গত দুদিন ধরে মংরী রাখাইন নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরে শুক্রবার সকালে কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. শাহেদ পারভেজ ও থানার সেকেন্ড অফিসার মো. সোহাগ চৌধুরীসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হপাসাতালে প্রেরণ করে।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি (তদন্ত) মো. শাহেদ পারভেজ বলেন, নিহত মংরী রাখাইন ১৩ মার্চ আগের রাত থেকে নিখোঁজ হন। পারিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। পরে আজ সকালে তার মরদেহ কাপ্তাই হ্রদ থেকে পাওয়া যায়।
No comments