Adsterra

ছাত্রাবাসের গল্প নিয়ে নতুন ধারাবাহিক ‘ছাত্রাবাঁশ’

ছাত্রাবাসের গল্প নিয়ে নতুন ধারাবাহিক ছাত্রাবাঁশ,  ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh new

একঝাঁক কিশোরের স্কুলজীবন, শৈশবের দুষ্টুমি ও বন্ধুত্বের গল্পে মাবরুর রশীদ বান্নাহ বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপাইন’। প্রচার হয়েছিল ইউটিউবে। অভিনয় করেছিলেন প্রত্যয় হিরন, মাখনুন সুলতানা মাহিমা, রাশেদ আমরান, বাপ্পী আশরাফ প্রমুখ। সেই একই টিম নিয়ে বান্নাহ এবার টিভি চ্যানেলের জন্য বানালেন ধারাবাহিক নাটক। নাম ‘ছাত্রাবাঁশ’। গত মঙ্গলবার থেকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির।

ছাত্রাবাঁশ নাটকের গল্পে দেখা যাবে, প্রত্যয়কে তার বাবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পাঠিয়ে দেয়। এই ছাত্রাবাসে প্রথম আর দ্বিতীয় বর্ষের ছাত্রদের সঙ্গে রাখা হয় একজন করে তৃতীয় বর্ষের সিনিয়র। প্রত্যয়ের রুমে তার সঙ্গে আছে ব্যাচমেট রাশেদ এবং থার্ড ইয়ারের সিনিয়র ভাই রায়হান। জুনিয়রদের দিয়ে ডাইনিংয়ের খাবার আনানো থেকে শুরু করে নিজের সব কাজ করিয়ে নেয় রায়হান। এমনকি জুনিয়রদের পড়ার সময় গান বাজিয়ে বিরক্তও করে সে।

রায়হান একাই নয়, ছাত্রাবাসের সব সিনিয়রই ফ্রেশারদের জীবনটা অতিষ্ঠ করে তোলে নানা খবরদারিতে। ছাত্রাবাসের মান্নু স্যার এবং তাঁর সঙ্গী আশরাফ বিভিন্ন পন্থায় ছাত্রদের প্যাঁচে ফেলে টাকা খায়। এসব দেখে বিরক্ত হয়ে ওঠে নতুন ছাত্ররা। এমন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে না সহজে। ব্যতিক্রম কেবল একজন, প্রত্যয়। সব দেখেশুনে সে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই ছাত্রাবাসে নিজের রাজত্ব কায়েম করতে হবে তাকে। বন্ধুদের সঙ্গে নিয়ে সিনিয়রদের শায়েস্তা করতে নামে সে।

ছাত্রাবাঁশ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয় হিরন, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ আমরান, শামীম আহমেদ প্রমুখ। ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে।

No comments

Powered by Blogger.