Adsterra

যেসব লক্ষণে বুঝবেন কিডনি ঠিকমতো কাজ করছে না

 

যেসব লক্ষণে বুঝবেন কিডনি ঠিকমতো কাজ করছে না, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh

শরীর থেকে জমে থাকা বিষাক্ত পদার্থ ফিল্টার করার কাজ করে কিডনি। এটি শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সঠিকভাবে কিডনি কাজ না করলে শরীরে অনেক সমস্যাও দেখা দিতে পারে। 

কিছু লক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন কিডনি ঠিকমতো কাজ করছে কি না। এসব লক্ষণ উপেক্ষা করলে সমস্যা আরও গুরুতর হতে পারে। চলুন বিস্তারিত জেনে নিই- 


ক্লান্তি ও দুর্বলতা

কিডনির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রক্ত থেকে বিষাক্ত পদার্থ ফিল্টার করা। কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্তে টক্সিন জমতে শুরু করে। ফলে ক্লান্তি আর দুর্বলতার মতো সমস্যা দেখা দেয়। এছাড়া কিডনি এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। কিডনি বিকল হলে এই হরমোনের উৎপাদন কমে যায়। ফলে রক্তাল্পতা দেখা দিতে পারে এবং শরীরে শক্তির অভাব অনুভূত হতে পারে।


প্রস্রাবের পরিবর্তন

কিডনি সমস্যার প্রথম ও উল্লেখযোগ্য লক্ষণ হলো প্রস্রাবের পরিবর্তন। ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতে, গাঢ় বা রক্তাক্ত প্রস্রাব, ফেনাযুক্ত প্রস্রাব (প্রোটিন লিকেজ হওয়ার লক্ষণ), প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালাপোড়া— এগুলো কিডনির সমস্যার ইঙ্গিত দেয়। 


শরীরে ফোলাভাব

কিডনিতে সমস্যা দেখা গেলে শরীর থেকে অতিরিক্ত তরল ও লবণ অপসারণ করা যায় না। ফলে হাত, পা, মুখ এবং পায়ে ফোলাভাব (এডিমা) দেখা দেয়। বিশেষ করে চোখের নীচে এবং গোড়ালির চারপাশে ফোলাভাব কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। 



শ্বাসকষ্ট 

কিডনি সঠিকভাবে কাজ না করলে, শরীরে তরল জমা হয়। যা ফুসফুসে পৌঁছতে পারে এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। এছাড়াও, রক্তাল্পতার (রক্তের অভাব) কারণেও শ্বাসকষ্ট হতে পারে। 


skin

কিডনি রক্ত থেকে বিষাক্ত পদার্থ পরিশোধন করে শরীরকে পরিষ্কার রাখে। কিন্তু এটি ঠিকভাবে কাজ না করলে, রক্তে ক্ষতিকারক উপাদান বৃদ্ধি পায়। যা ত্বকে চুলকানি, শুষ্কতা ও ফুসকুড়ি সৃষ্টি করতে পারে। কিডনি বিকল রোগীদের ক্ষেত্রে এসব সমস্যা প্রায়ই দেখা যায়।



ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।

No comments

Powered by Blogger.