নবজাতক সম্পর্কে ৬ ‘গোপন তথ্য’ জানেন কি ?
প্রথম প্রথম নবজাতকের স্বভাব, ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি বুঝতে সকলেরই কিছুটা অসুবিধা হয়। এমনকি মায়েরাও সব কিছু ঠিকমতো বুঝতে পারেন না। এই প্রতিবেদনে নবজাতকদের কিছু গোপন অভ্যাস সম্পর্কে জানানো হলো, যা হয়তো অনেকেই আগে জানতেন না।
শিশুর প্রথমে চোখের পানি বের হয় না
জন্মের পর কিছুদিন পর্যন্ত শিশুর কান্নায় চোখ দিয়ে পানি পড়ে না। আসলে তাদের অশ্রুনালী সম্পূর্ণভাবে বিকশিত হতে কিছু সময় নেয়। প্রথম কয়েকদিন শিশুর কান্না অশ্রুহীন, শুষ্ক হয়।
শিশুর শরীরে ৩০০টি হাড় থাকে
একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে ২০৬টি হাড় থাকে। কিন্তু জন্মের সময় শিশুর শরীরে ৩০০টি হাড় থাকে। এই অতিরিক্ত হাড়গুলি তরুণাস্থির মতো থাকে। যা পরে একে একে যুক্ত হয়ে প্রাপ্তবয়স্কদের হাড়ের কাঠামো তৈরি করে।
শিশুদের ১০,০০০ স্বাদকোরক থাকে
একজন প্রাপ্তবয়স্কের তুলনায় শিশুদের বেশি স্বাদকোরক থাকে, প্রায় ১০,০০০টি। এর ফলে তারা মিষ্টি, তেতো, টক স্বাদের মধ্যে পার্থক্য করতে পারে। তবে তাদের মিষ্টির প্রতি আকর্ষণ বেশি থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই স্বাদকোরকের সংখ্যা কমে যায়।
তারা মাঝে মাঝে কিছুক্ষণের জন্য শ্বাস বন্ধ করে দেয়
এটি একটি সাধারণ অভ্যাস, যা শিশুর শ্বাসযন্ত্রের বিকাশের অংশ। শিশুরা ঘুমের সময় বা কিছু সময়ের জন্য শ্বাসের মধ্যে বিরতি নেয়, যা কোনো সমস্যা সৃষ্টি করে না। তবে দীর্ঘক্ষণ বিরতি থাকলে ডাক্তারকে পরামর্শ নেওয়া উচিত।
ডান-পার্শ্বীয় মস্তিষ্ক
শিশুরা প্রায়ই শুয়ে থাকা অবস্থায় ডান দিকে মাথা ঘোরাতে পছন্দ করে। এটি তাদের মস্তিষ্কের বিকাশ এবং মোটর সমন্বয়ের জন্য সহায়ক। এই অভ্যাস বড় হওয়ার সঙ্গে আরও দৃঢ় হয় এবং তাদের ঘাড়ের পেশি শক্তিশালী হতে থাকে।
নবজাতকের প্রথম হাসি পেতে কিছু সময় লাগে
শিশুর প্রথম সামাজিক হাসি সাধারণত ৬-৮ সপ্তাহ পর প্রকাশিত হয়। এই সময় তারা পরিচিত কণ্ঠস্বর এবং মুখ চিনতে শুরু করে। একবার হাসা শুরু হলে, তারা আবার হাসি থামাতে চায় না।
No comments